ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে করোনা সন্দেহে ২ পুলিশ সদস্য আইসোলেশনে

Reporter Name

বাগেরহাট প্রতিনিধিঃ

করোনাভাইরারে আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত ২ পুলিশ সদস্য আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে একজন (২৪) বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অপর জন (৩০) শনিবার রাতে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা: একেএম হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার দুপুরে এক পুলিশ সদস্য জ্বর ও কাশি নিয়ে স্বপ্রোনোদিত হয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি থাকায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অপরজন কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে শনিবার রাতে ভর্তি রয়েছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

সিভিল সার্জন আরো বলেন, বাগেরহাট জেলায় এই পর্যন্ত ১৬৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ১৪৫১ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তারা সুস্থ্য রয়েছেন। এখন হোম কোয়ারেন্টাইনে আছে ২২৬ জন। মার্চের ১ তারিখ থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাট জেলায় ৪ হাজার ২২৯ জন প্রবাসী ফিরে এসেছেন।

এরআগে ৪ জনের নমুনা সংগহ করে পরিক্ষা করা হলেও তাদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারা সবাই সুস্থ হয়ে তাদের বাড়িতে রয়েছেন।

About Author Information
আপডেট সময় : ১১:৪০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
২৭২ Time View

বাগেরহাটে করোনা সন্দেহে ২ পুলিশ সদস্য আইসোলেশনে

আপডেট সময় : ১১:৪০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০

বাগেরহাট প্রতিনিধিঃ

করোনাভাইরারে আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত ২ পুলিশ সদস্য আইসোলেশনে রয়েছেন। এর মধ্যে একজন (২৪) বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অপর জন (৩০) শনিবার রাতে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা: একেএম হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার দুপুরে এক পুলিশ সদস্য জ্বর ও কাশি নিয়ে স্বপ্রোনোদিত হয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি থাকায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অপরজন কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে শনিবার রাতে ভর্তি রয়েছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

সিভিল সার্জন আরো বলেন, বাগেরহাট জেলায় এই পর্যন্ত ১৬৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ১৪৫১ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তারা সুস্থ্য রয়েছেন। এখন হোম কোয়ারেন্টাইনে আছে ২২৬ জন। মার্চের ১ তারিখ থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাট জেলায় ৪ হাজার ২২৯ জন প্রবাসী ফিরে এসেছেন।

এরআগে ৪ জনের নমুনা সংগহ করে পরিক্ষা করা হলেও তাদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারা সবাই সুস্থ হয়ে তাদের বাড়িতে রয়েছেন।