বাগেরহাটে ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা, গ্রেফতার ৫
বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনায় স্থানীয় তিন সাংবাদিকসহ ৭৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র হৃদয় ঘরামী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ হামলার ঘটনায় জড়িত অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মোস্তাক মুন্সি, উজ্জল সরকার, হানিফ, সাব্বির এবং আব্দুর রহমান।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র হৃদয় ঘরামী বাদি হয়ে মামলার এজাহারে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকার ইমাদ পরিবহনের কাউন্টার ম্যান কালু ফরাজীকে প্রধান আসামি করে ৭৪ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মোল্লাহাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ৫ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও তিনি জানান।
অপরদিকে ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোল্লাহাট উপজেলার তিন সাংবাদিককে আসামি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র ঢাকাগামী শিক্ষার্থীদের গাড়িবহরে ইমাদ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওভারটেক করার সময় ছাত্রদের গাড়িতে ধাক্কা লাগে। ছাত্ররা হ্যান্ডমাইকে প্রতিবাদ জানালে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং গাড়ি থামিয়ে কয়েকজন ছাত্রকে মারধর করা হয়। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষের ঘটনায় ২০ জন ছাত্র আহত হন। পুলিশ ও সেনাবাহিনী প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়। আড়াই ঘণ্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সবুজদেশ/এসইউ