বাগেরহাটে বজ্রপাতে ইকতিয়ার শেখ(৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে সদর উপজেলার নোনাডাঙ্গা এলাকায় বাড়ির পাশের মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। জীবিত রয়েছে ধারণা স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইকতিয়ার শেখ নোনাডাঙ্গা গ্রামের মৃত হাশিম শেখের ছেলে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুনেছি মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
সবুজদেশ/এসইউ