ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতা নিহত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে।

 

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাখালী গ্রামে ওই বজ্রপাতের ঘটনা ঘটে।

এদিকে বৃহস্পতিবার বিকালে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলার উপর দিয়ে ঝড়ো বাতাস এবং দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে।

বজ্রপাতে নিহত মো. নাসির উদ্দিন শেখ (৫৫) বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাখালী গ্রামের ইয়াকুব শেখের ছেলে। তিনি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিন নিজ বাড়ি সংলগ্ন পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। এসময় সেখানে হঠাৎ করে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নাসির উদ্দিনের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

সবুজদেশ/এসইউ

বাগেরহাটে বজ্রপাতে বিএনপি নেতা নিহত

Update Time : ০৭:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

 

বাগেরহাটের মোংলায় বজ্রপাতে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাখালী গ্রামে ওই বজ্রপাতের ঘটনা ঘটে।

এদিকে বৃহস্পতিবার বিকালে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলার উপর দিয়ে ঝড়ো বাতাস এবং দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে।

বজ্রপাতে নিহত মো. নাসির উদ্দিন শেখ (৫৫) বাগেরহাট জেলার মোংলা উপজেলার সোনাখালী গ্রামের ইয়াকুব শেখের ছেলে। তিনি মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নাসির উদ্দিন নিজ বাড়ি সংলগ্ন পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। এসময় সেখানে হঠাৎ করে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নাসির উদ্দিনের লাশ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

সবুজদেশ/এসইউ