বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মো: আবু বকর খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মো: আবু বকর খান ওই গ্রামের বাবুল খানের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: রুহুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে তুমুল বৃষ্টি আর বজ্রপাতের গর্জন শুরু হয়। এ সময় আবু বকর গরু খুঁজতে মাঠে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সবুজদেশ/এসইউ