বাগেরহাটের মোরেলগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সাহেব আলী হাওলাদার(৬০) নামে এক কৃষক। শনিবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে ধানক্ষেতে সার ছিটাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সে মারা যায়। বিকেল ৩টার দিকে তার স্ত্রী সালমা বেগম স্বামীকে খুঁজতে বের হলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
উমাজুড়ি গ্রামের সাহেব আলী তার নীজের ইরি ধানের ক্ষেতে ইদুর ঠেকাতে ক্ষেতের চারপাশে চিকন গুনায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখে। শনিবার অসকর্ততাবসত নিজের পাতা ফাঁদে জড়িয়ে সে মারা যায়। তারা স্ত্রী ও ৩ সন্তান রয়েছে।
এ বিষয়ে পল্লীবিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তাকে কেউ অবহিত করেনি। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রকিবুল হাসান বলেন, বিদ্যুৎস্পর্শে সাহেব আলী নামে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সবুজদেশ/এসইউ