বাগেরহাটে শেষ হয়েছে ১০ দিনব্যাপী বই মেলা
বাগেরহাটঃ
বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে শেষ হয়েছে ১০ দিনব্যাপী বই মেলা। বাগেরহাটের জেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে ‘এসো বিজয় আনন্দে বইমেলা প্রাঙ্গণে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবারের বই মেলায় ঢাকার ২৮টি প্রকাশনী স্টল অংশ নেয়। এই বই মেলায় ক্রেতা ও বিক্রেতা উভয়ে খুশি। অনেক শিশুরা বাবা ও মায়ের সাথে এসে তাদের পছন্দের বই কিনছেন। প্রতিদিনই ছিলো বিশিষ্ট ব্যক্তিদের আগমন, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। মঙ্গলবার বিকালে বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম।
অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমাম বলেন, বই মেলা সব শ্রেনীর পাঠকের উপর ইতিবাচক প্রভাব ফেলে। বইমেলায় বিভিন্ন ধরণের বই থাকে। এখানে আসলে মানুষের বই পড়ার প্রতি আগ্রহের সৃষ্টি হয়। সত্যিকারের মানুষ হওয়ার জন্য বইয়ের কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, তুমি একা প্রতিষ্ঠিত হলে, তোমার নিজের যেমন কোন উপকার হবে না। তেমনি দেশেরও কোন উপকার হবে না। তাই সবাই মিলে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা কর। তাহলেই দেশ ও জাতির উপকার হবে।
বাগেরহাট জেলা প্রশাসক মে. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সরকারী পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসার কাকিলুর রহমান, হাসান ইমামের সহধর্মিনী নৃত্যশিল্পি ও অভিনেত্রী লায়লা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসার মোজাফ্ফর হোসেন প্রমুখ।