বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৫৬ জনকে জরিমানা
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমন রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সেনা ও নৌবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এসময় সামাজিক দূরত্ব না মানায় ৫৬ জনকে জরিমানা করে ৩০ হাজার ৮৫৬ টাকা আদাই করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ শাহীনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বাসিয়েছে ঢাকা, নারায়নগঞ্জসহ করোনা আক্রান্ত জেলাগুলো থেকে কোন লোক যাতে বাগেরহাট জেলায় ঢুকতে না পারে সেজন্য তল্লাশী চালাচ্ছে।
বাগেরহাটের জেলা প্রশাসকের পক্ষ থেকে যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে। শুধুমাত্র রোগীবাহী এ্যাম্বুলেন্স, সাংবাদ সংগ্রহের গাড়ী, নিত্য প্রয়োজনীয় ও জরুরী সেবা, খাদ্য সরবারাহ, করোনা প্রতিরোধ ও মানবিক সহায়তার কাজে নিয়োজিত এবং সরকারী যানবাহন সমূহ স্বাভাবিকভাবে চলমান থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় ভাবে জেলার বিভিন্ন এলাকায় রাস্তা বন্ধ করে লকডাউন ঘোষনা করেছে এলাকাবাসি। বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীর করোনা সনাক্তের পর বাগেরহাটের চিতলমারী ও গোপালগঞ্জরে টুঙ্গিপাড়া উপজেলার সীমান্তবর্তী শেখ লুৎফর রহমান সেতু এলাকা লকডাউন করা হয়। শুক্রবার সকালে চিতলমারী সীমান্তের মচন্দপুর ঘাট এলাকায় প্রশাসন ও স্থানীয় জনসাধরণের সহযোগিতায় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জরুরি পরিসেবা ব্যতিত সকল প্রকার যান চলাচল ও জনসাধরণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাস্তার ওপর বেরিকেট দিয়ে লকডাউন করে দেন। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান প্রমুখ।
চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, টুঙ্গিপাড়ায় ২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে চিতলমারী ও টুঙ্গিপাড়ার সীমান্ত লকডাউন করা হয়েছে।
অন্যদিকে, ফকিরহাটের টাউন নওয়াপাড়া ও কাটাখালী এলাকায় চেকপোষ্ট বসানো হয়েছে। ফকিরহাট এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজিজুল ইসলাম এখানে দায়িত্ব পালন করেন।