ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে হোম কোয়ারেন্টাইনে ২৫৫ জন

Reporter Name

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলায় এই পর্যন্ত ২৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৪ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তারা সুস্থ রয়েছেন। এখন হোম কোয়ারেন্টাইনে আছে ২৫১ জন।

মার্চের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাট জেলায় ৩ হাজার ৩শ জন প্রবাসী ফিরে এসেছে। বাকি বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তৎপরতা অব্যহত রেখেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধ কমিচির এক জরুরী সভা হয়েছে। সভায় পরবর্তি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে বাগেরহাটের পুলিশ সুপারের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগের বিদেশ ফেরতদের তালিকা আমার কাছে এসেছে। ইতিমত্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি করা হয়েছে। তারা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। পাশাপাশি বাকি বিদেশ ফেরতদের বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ জানান, জরুরী সভার মাধ্যমে জেলার সকল সংগঠনকে করোনা সচেতনতা বাড়াতে সক্রিয় করা হয়েছে। কেউ যাতে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সেজন্য সেজন্য একাধিক মোবাইল টিম কাজ করছে।

About Author Information
আপডেট সময় : ০৪:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
৪০৮ Time View

বাগেরহাটে হোম কোয়ারেন্টাইনে ২৫৫ জন

আপডেট সময় : ০৪:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট জেলায় এই পর্যন্ত ২৫৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৪ জনের ১৪ দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে তারা সুস্থ রয়েছেন। এখন হোম কোয়ারেন্টাইনে আছে ২৫১ জন।

মার্চের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাট জেলায় ৩ হাজার ৩শ জন প্রবাসী ফিরে এসেছে। বাকি বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তৎপরতা অব্যহত রেখেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধ কমিচির এক জরুরী সভা হয়েছে। সভায় পরবর্তি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকালে বাগেরহাটের পুলিশ সুপারের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগের বিদেশ ফেরতদের তালিকা আমার কাছে এসেছে। ইতিমত্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি করা হয়েছে। তারা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। পাশাপাশি বাকি বিদেশ ফেরতদের বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখতে নানা ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ জানান, জরুরী সভার মাধ্যমে জেলার সকল সংগঠনকে করোনা সচেতনতা বাড়াতে সক্রিয় করা হয়েছে। কেউ যাতে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সেজন্য সেজন্য একাধিক মোবাইল টিম কাজ করছে।