বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে পিটুনির শিকার ছাত্রলীগ নেতা
ঢাকার দোহারে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন প্রকাশ শাখারী নামের এক ছাত্রলীগ নেতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার পর দোহার উপজেলার নয়াবাড়ি এলাকার পদ্মার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রকাশ শাখারী ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি। তিনি নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফকির চান শাখারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর এক বান্ধবীকে নিয়ে পদ্মা নদীর পাড়ে নয়াবাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলেন প্রকাশ। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে লোকজন তাকে আটক করে পিটুনি দেয়। পরে রাত ৯টার দিকে নবাবগঞ্জ থানা-পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে প্রকাশকে থানা-হাজতে নেওয়া হয়।
গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে প্রকাশ শাখারীর বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকেও আসামি করা হয়েছে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম বলেন, প্রকাশ শাখারীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি সুনির্দিষ্ট মামলা আছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এলাকায় ক্ষমতার অপব্যবহার ও সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানির অভিযোগও আছে। ওই দুই মামলায় রিমান্ড চেয়ে আজ শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
সবুজদেশ/এসইউ