বাল্যবিবাহ: কালীগঞ্জে মেয়ের বাবা ও বরকে জরিমানা
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে অভিযান চালিয়ে বাল্যবিবাহ দেয়ার অপরাধে মেয়ের বাবা ও বরকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়ের বাবাকে ৮ হাজার টাকা ও বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।
সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহ নিরোধ আইনে অপ্রাপ্তবয়স্ক পাত্রীর বাবাকে ৮ হাজার টাকা এবং বরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, এ সময় বাল্যবিবাহের কুফল সম্পের্কে সচেতন করা হয় এবং মুছলেখা গ্রহন করা হয়। জনস্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।