বাল্য বিয়ে: ম্যাজিস্ট্রেটের সামনে মেয়ের বাবা পরিচয় দিলেন দুলাভাই
ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বর ও তার মামা পালিয়ে যায় বিয়ে বাড়ি থেকে।
শুক্রবার দুপুরে উপজেলার দয়াপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূপালী সরকার।
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার বলেন, গোপন সংবাদ পেয়ে দয়াপুর গ্রামে অভিযান চালানো হয়। বিয়ে বাড়িতে গিয়ে দেখা যায় বিয়ের সকল কাজ চলছে। এসময় মেয়ের পিতা প্রথম দুই ঘন্টা নিজেকে মেয়ের মামা পরিচয় দেন। পরে স্বীকার করেন মেয়ের বাবা। তিনি আরও জানান, আমাদের উপস্থিতি টের পেয়ে বর ও তার মামা পালিয়ে যায়।