আগামী ৫ আগস্ট থেকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। রাজধানীর বিভিন্ন কাউন্টারে ৫ আগস্ট সকাল থেকে ঈদের টিকিট দেওয়া হবে বলে জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তাহলে এক সপ্তাহ আগে থেকেই ঈদ যাত্রা শুরু হবে। তাছাড়া এবার ঈদের ছুটিও দীর্ঘ সময়ের জন্য। তাই আগামী ১৫ আগস্ট থেকে ঈদ যাত্রা ধরে ঈদের টিকিট বিক্রি শুরু করবেন বাস মালিকরা।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য মো. সালাউদ্দিন জানান, আগামী ৫ আগস্ট থেকে বেসরকারি বাসের টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। বাসের আসন ফাঁকা থাকা পর্যন্ত প্রত্যেক বাস কাউন্টারেই পাওয়া যাবে এই অগ্রিম টিকিট।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here