ঢাকা ০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে ৬ জন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের ৪ আরোহী ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রামপুরা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

হতাহত লোকজনের সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন বলে জানা গেছে।

নিহত ছয়জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মো. শাহীন। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। বাড়ি নারায়ণগঞ্জে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, লিমন পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর নারায়ণগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল যাত্রীবাহী মাইক্রোবাসটি। বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা হয়েছে। বাসচালক পলাতক। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

About Author Information
আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
৩৪৪ Time View

বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০

সবুজদেশ ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে আগুন ধরে ৬ জন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছেন মাইক্রোবাসের ৪ আরোহী ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রামপুরা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

হতাহত লোকজনের সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন বলে জানা গেছে।

নিহত ছয়জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম মো. শাহীন। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। বাড়ি নারায়ণগঞ্জে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, লিমন পরিবহন নামের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর নারায়ণগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল যাত্রীবাহী মাইক্রোবাসটি। বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা হয়েছে। বাসচালক পলাতক। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।