ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেলো ২ যুবকের

  • Reporter Name
  • Update Time : ১২:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে।

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) ও পার্শ্ববর্তী মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আশিক (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইরফান ও আশিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় লাগে। দুজনই সড়কে ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক আছেন।

Tag :
জনপ্রিয়

বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় প্রাণ গেলো ২ যুবকের

Update Time : ১২:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের শ্যামনগর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্যামনগর গ্রামের ভিকু মন্ডলের ছেলে ইরফান (৩৪) ও পার্শ্ববর্তী মৌবাড়ীয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে আশিক (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইরফান ও আশিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় লাগে। দুজনই সড়কে ছিটকে পড়েন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হলেও চালক পলাতক আছেন।