বিএনপির কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, একজন গুলিবিদ্ধ
ঢাকাঃ
রাজধানীর ওয়ারী এলাকায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মেহেরুননেসার সমর্থকদের ওপর হামলা হয়েছে। হামলায় তিন জন আহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
হামলায় আহত থানা শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শান্ত (৩৫), শেখ রবিন (৪৫) ও মোঃ আরজুকে(৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শান্ত গুলিবিদ্ধ। শেখ রবিন জানান, তারা প্রচারণার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এইসময় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর ৬০/৭০ জন সমর্থক তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি চালায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক)) মোঃ বাচ্চু মিয়া বলেন, তিন জন আহত অবস্থায় এসেছেন, তাদের চিকিৎসা চলছে।