বিএনপির কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে কুপিয়েছে প্রতিপক্ষ
ঢাকাঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের এজেন্ট নাজির হোসেনকে কুপিয়েছে একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থীর ফুফাতো ভাই রুবেল।
শুক্রবার রাত পৌনে আটটায় এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ অভিযোগ করেছেন শহীদুল ইসলাম বাবুল।
এদিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, তারা খবর জেনেছেন। ঢাকা মেডিকেলেও ফোর্স পাঠানো হয়েছে খবর নেয়ার জন্য। আমরা বিষয়টি দেখছি। তবে বিএনপির কাউন্সিলর প্রার্থী নাজির হোসেনকে যে নিজের এজেন্ট বলে দাবি করেছেন তা সঠিক নয়। নাজির হোসেন তার সমর্থক।
বাবুল বলেন, নাজির হোসেন আমার এজেন্ট ছিলেন।তাকে ওয়ার্ডের আইডিয়াল স্কুল ও কলেজ ভোট কেন্দ্রের এজেন্ট করা হয়েছিল। শুকবার রাত ৮টায় ওয়ার্ডের ইসলামবাগে হাজী বাবুল রোডে স্থানীয় আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুলের ফুফাতো ভাই রুবেল কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে নাজিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।