বিএনপি কচুর পাতার পানি নয় টোকা মারবেন আর পড়ে যাবে। বিএনপি সব সময় ঐক্যবদ্ধ আছে এবং আগামীতেও থাকবে। কেউ তুচ্ছ ভাববেন না। বিগত ফ্যাসিস্টের আমলে আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সে সময় তাদের দেখা পাইনি। হঠাৎ করে বিড়াল বাঘ হয়েছে। সবকিছুর ভাগ নিয়ে ব্যস্ত আবার জনগণের সামনে নীতি কথা বলে।
দেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। ৫ আগস্ট নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ভুলে নতুন করে দেশ বিরোধী চক্রান্ত শুরু করেছে। যারা কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না। তারাই আবার নতুন করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুখের কথার সাথে কাজের কোন মিল নেই। ইসলামের দোহাই দিয়ে ঘরে ঘরে যুদ্ধ বাধানোর পায়তারা করছে তারা। এতে কোন লাভ হবে না। জনগণ এখন সচেতন। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আগামীর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হবে।
ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয়তাবাদী দল বিএনপি পৌর সভার ৩ নম্বর ওয়াড শাখা কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় পৌর সভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পোস্ট অফিস মোড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ ব্যাপী দোয়া ও ইফতার মাহফিলের অংশ হিসাবে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি আবুবকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপি সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য ইকরামুল হক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশারাফুজ্জামান খান মুকুল, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাছির উদ্দীন লিয়ন, সদস্য সচিব হুমায়ুন কবির হিরা, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি প্রমূখ।
এসময় বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।
সবুজদেশ/এসইউ