বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রাখুন। আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে ধানের শীষ প্রতিক জয়লাভ করলে এই বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্ত্বিপুর-মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, গত ১৭ বছরে তিনটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কাউকে ভোট কেন্দ্রে যেতে হয়নি। সেই নির্বাচন দিনের ভোট রাতেই হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করা। যদি আমরা ধানের শীষ প্রতিককে জয়লাভ করাতে না পারি তাহলে বিএনপি ক্ষমতায় আসবে না। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হবে না।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে মা-শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রকৃত বয়স্ক মানুষের বয়স্কভাতা নিশ্চিত করা হবে। অস্বচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।
ইউনিয়ন মহিলাদলের নেত্রী রিজিয়া বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা মুসা করিমসহ অন্যান্যরা।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 



















