বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী কৃষকের মরদেহ হস্তান্তর
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিসএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী কৃষক সোলাইমান মোল্লার(৪৭) মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের ৮৪/৫-এস সীমান্ত পিলার সংলগ্ন ডিগ্রির চর এলাকায় ওই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে বিএসএফ। এসময় বিজিবি ও বিএসএফল’র উর্ধ্বতন কর্মকর্তা জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৪ফেব্রুয়ারী সকাল ১০টায় সোলাইমান মোল্লা উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরার চর ৫৭/এস পিলার সংলগ্ন এলাকায় বিএসএফ’র গুলিতে আহত হন। আহতাবস্থায় সোলাইমান মোল্লাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। শনিবার দুপুরে ভারতের বহরমপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলাইমানের মৃত্যু হয়। আজ সোমবার পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সোলাইমানের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। ভারতের পক্ষে বিএসএফ’র সিও বলবর সিং এবং বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার কাউসার। মরদেহ গ্রহন করেন সোলাইমানের ছেলে লাল চাঁদ। এসময় দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান ও ভারতের জলঙ্গী থানার এএসআই আমজাদ আলী উপস্থিত ছিলেন।
দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান সোলাইমানের মরদেহ হস্তান্তর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।