যশোরঃ

যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল ভারতের বিএসএফের নির্যাতনে মারা গেছে।

ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গত বুধবার দুপুরে তাকে পিটিয়ে মেরে ফেলার পর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জানতে পারেন তার আত্মীয় স্বজনরা। নিহত হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের বাসিন্দা। হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম এ খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হানেফ আলী সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফের হাতে ধরাপড়ে।বিএসএফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলে মারা যায়। পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।হানেফ আলীর মরদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

অগ্রভূলোট বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন জানান, বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে জানানো হয়েছে ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here