বিগত ১৭ বছরে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে: ফিরোজ
বিগত ১৭ বছরে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে। এখন সময় এসেছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর। এজন্য বীর মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। ঝিনাইদহের কালীগঞ্জে ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জন্য যারা জীবন দিয়েছে তারাই প্রকৃত বীর। রাষ্ট্রীয়ভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যেভাবে পৃষ্ঠপোষকতা করা উচিৎ সেভাবে করা হয় না। যাদের আত্মত্যাগের কারণে আমরা স্বাধীন দেশ পেয়েছি তাদেরকে সম্মানের সর্বোচ্চ স্থানে না রাখলে দেশ অন্ধকারের দিকে যাবে। এই বাংলাদেশ নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে। এই ষড়যন্ত্রের কারণে দীর্ঘ ১৭ বছর দেশে কোন নির্বাচন হয়নি।
তিনি বলেন, ভোটের অধিকারের জন্যই সেসময় মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই ভোটাধিকার কেড়ে নিয়েছিল পতিত হাসিনা সরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সর্দার, সেকেন্দার আলীসহ অন্যান্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার প্রদান করা হয়।
সবুজদেশ/এসইউ