বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ১০ লাখ টাকার মালামাল আটক
বিজিবি সদস্যরা সাতক্ষীরা ও কলারোয়ার বিভিন্ন সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ প্রায় দশ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী ও চান্দুড়িয়া বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির সদস্যরা সদর থানার লক্ষীদাড়ী হতে ১১ বোতল ভারতীয় মদ, কালিয়ানী বিওপির সদস্যরা খৈতলা নামক স্থান হতে ৪৭০ পিস ভারতীয় ইয়াবা, তলুইগাছা বিওপির সদস্যরা তলুইগাছা মাঠ হতে ৬ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার রাজ্জাকের মোড় হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।
এছাড়া ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার ফলমোড় হতে ২৭ হাজার টাকার ভারতীয় শাড়ী, তলুইগাছা বিওপি জোয়ানরা পৃথক দুইটি বিশেষ আভিযানে তলুইগাছা মাঠ এবং চৌরঙ্গী মোড় হতে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং ভারতীয় শাড়ী আটক করে। কাকডাঙ্গা বিওপি পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার রাজ্জাকের মোড় এবং গেড়াখালী মোড় হতে ৪ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ওষুধ এবং ভারতীয় শাড়ী আটক করে।
এদিকে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার হিজলদী নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়ার আমবাগানের ভিতর হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। অভিযানকালে মোট ৯ লাখ ৬৩হাজার ৫০০টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করে বিজিবি সদস্যরা।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
সবুজদেশ/এসইউ