ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মালামাল জব্দ

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা কলারোয়ার ভাদিয়ালী কবরস্থান হতে ৬ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ফেনসিডিল, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী হতে ১০ বোতল মদ, চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়ার কাদপুর এবং গোয়ালপাড়া হতে ৯ বোতল মদ এবং ২৫ বোতল ফেনসিডিল আটক করে।

এদিকে ভোমরা বিওপির সদস্যরা সদর থানার লক্ষীদাড়ি হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, কুশখালীর শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, তলূইগাছা বিওপির সদস্যরা দক্ষিণ কেড়াগাছি মাঠ হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার দখলের মোড় হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। আটককৃত মালামালের অনুমানিক মূল্য তিন লাখ একাত্তর হাজার নয়শত টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করাকালে জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাচালানীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটক মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৭ Time View

বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

 

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় চার লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। তবে এসময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা কলারোয়ার ভাদিয়ালী কবরস্থান হতে ৬ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ফেনসিডিল, মাদরা বিওপির সদস্যরা ভাদিয়ালী হতে ১০ বোতল মদ, চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়ার কাদপুর এবং গোয়ালপাড়া হতে ৯ বোতল মদ এবং ২৫ বোতল ফেনসিডিল আটক করে।

এদিকে ভোমরা বিওপির সদস্যরা সদর থানার লক্ষীদাড়ি হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, কুশখালীর শ্মশ্বান ঘাট নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, তলূইগাছা বিওপির সদস্যরা দক্ষিণ কেড়াগাছি মাঠ হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার দখলের মোড় হতে ৪৫ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। আটককৃত মালামালের অনুমানিক মূল্য তিন লাখ একাত্তর হাজার নয়শত টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করাকালে জব্দ করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাচালানীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটক মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

সবুজদেশ/এসইউ