যশোরঃ
বিদেশ গমনেচ্ছু যাত্রীদের করোনা পরীক্ষা শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রাথমিকভাবে যবিপ্রবির জিনোম সেন্টারে বিদেশ গমনেচ্ছু যাত্রীরা নির্ধারিত ফি পরিশোধ করে নমুনা দিয়ে পরীক্ষা করাতে পারবেন। বিদেশগামীদের সুবিধার্থে নমুনা সংগ্রহের কেন্দ্র করে অন্যত্র স্থানান্তর করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ।
যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জানান, সিঙ্গাপুরগামী পাঁচ যাত্রীর নমুনা পরীক্ষা করার মধ্য দিয়ে বিদেশগামীদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। এজন্য প্রত্যেক যাত্রীকে সরকার নির্ধারিত ফি দুই হাজার ৫০০ টাকা পরিশোধ করতে হবে। নমুনা দেওয়ার সময় অবশ্যই পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইলে খুদেবার্তায় ফলাফল জানিয়ে দেওয়া হবে।
যবিপ্রবির জিনোম সেন্টারে বিদেশ গমনেচ্ছুদের কোভিড-১৯ নমুনা পরীক্ষার বিষয়ে যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দীন, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, নাগরিক অধিকার আন্দোলন যশোর এবং যশোরের সিভিল সার্জন স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানান।
যশোরের জনগণের নানাবিধ সমস্যার বিষয়ে বিবেচনা করে ৩১ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগমের স্বাক্ষরিত একটি পত্রে পরীক্ষার অনুমতি দেওয়া হয়।
অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, করোনা পরীক্ষা শুরু হওয়ায় এ অঞ্চলের বিদেশগামী মানুষের দুর্দশা অনেকটাই লাঘব হবে। বিদেশ গমনেচ্ছু যাত্রীদের নমুনা পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৭২৪৫৮৩৪৫৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।