ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো’

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

বাংলাদেশে বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “বাংলাদেশে বিদেশিদের আনাগোনা সব সময় ছিল। তারা বাংলাদেশের ওপর ইন্টারেস্ট ফিল করছে। বাংলাদেশ যেহেতু ইমার্জিং ইকোনমি, বিদেশিরা একটু বেশি আসবেন। আমাদের বাণিজ্য বহুমুখীকরণ হবে। আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারব। তাদের আগ্রহ আছে বিধায় আসছে, এটি দেশের জন্য ভালো।”

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড়ের বাসভবনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি, তখন আকার অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর ৬০তম অর্থনীতির দেশ ছিল। সেখান থেকে জিডিপির বিচারে ২৫টি দেশকে পেছনে ফেলে গত ১৪ বছরে আমরা জিডিপিতে ৩৫তম অর্থনীতির দেশের উন্নীত হয়েছি।”  

আগামী কয়েক বছর পর বাংলাদেশের ক্রম আরও ওপরে উঠবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ ইকোনমিক্যালি ইমার্জিং টাইগার, সে জন্য পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের প্রতি আগ্রহ প্রকাশ করছে।  যেই দেশের অর্থনীতি চাঙা, বাজার বড় এবং ক্রম সম্প্রসারমাণ, সেখানে অন্যান্য দেশ যারা আমাদের সঙ্গে কাজ করতে চায় তাদের আগ্রহ বাড়বে এটাই খুব স্বাভাবিক। সেই কারণেই তাদের আনাগোনা আসা-যাওয়া বেড়েছে।”

পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই জানিয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতারা পাকিস্তানকে কেন এত অনুকরণ করেন, সেটিই প্রশ্ন? বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই।”

হাছান মাহমুদ আরও বলেন, “আমরাও চাই দেশে আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। কেউ যদি নির্বাচন বর্জন করে কিংবা প্রতিহতের অপচেষ্টা চালায় তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করা কিংবা অগ্রহণযোগ্য করার দায়দায়িত্ব তাদের।”

About Author Information
আপডেট সময় : ০৭:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
৯৯ Time View

‘বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো’

আপডেট সময় : ০৭:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

বাংলাদেশে বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “বাংলাদেশে বিদেশিদের আনাগোনা সব সময় ছিল। তারা বাংলাদেশের ওপর ইন্টারেস্ট ফিল করছে। বাংলাদেশ যেহেতু ইমার্জিং ইকোনমি, বিদেশিরা একটু বেশি আসবেন। আমাদের বাণিজ্য বহুমুখীকরণ হবে। আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারব। তাদের আগ্রহ আছে বিধায় আসছে, এটি দেশের জন্য ভালো।”

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড়ের বাসভবনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “২০০৯ সালে যখন আমরা সরকার গঠন করি, তখন আকার অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর ৬০তম অর্থনীতির দেশ ছিল। সেখান থেকে জিডিপির বিচারে ২৫টি দেশকে পেছনে ফেলে গত ১৪ বছরে আমরা জিডিপিতে ৩৫তম অর্থনীতির দেশের উন্নীত হয়েছি।”  

আগামী কয়েক বছর পর বাংলাদেশের ক্রম আরও ওপরে উঠবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ ইকোনমিক্যালি ইমার্জিং টাইগার, সে জন্য পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের প্রতি আগ্রহ প্রকাশ করছে।  যেই দেশের অর্থনীতি চাঙা, বাজার বড় এবং ক্রম সম্প্রসারমাণ, সেখানে অন্যান্য দেশ যারা আমাদের সঙ্গে কাজ করতে চায় তাদের আগ্রহ বাড়বে এটাই খুব স্বাভাবিক। সেই কারণেই তাদের আনাগোনা আসা-যাওয়া বেড়েছে।”

পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই জানিয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতারা পাকিস্তানকে কেন এত অনুকরণ করেন, সেটিই প্রশ্ন? বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। চলতি সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। পাকিস্তানের আদলে স্বপ্ন দেখে কোনো লাভ নেই।”

হাছান মাহমুদ আরও বলেন, “আমরাও চাই দেশে আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। কেউ যদি নির্বাচন বর্জন করে কিংবা প্রতিহতের অপচেষ্টা চালায় তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক না করা কিংবা অগ্রহণযোগ্য করার দায়দায়িত্ব তাদের।”