ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুতের দাম বৃদ্ধিতে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন : কৃষিমন্ত্রী

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষির উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, “বিদ্যুতের দাম বাড়ানোর ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের আয় কমবে, পণ্য উৎপাদন করে কৃষক লাভবান হবে না। তাদের  জীবনযাত্রার মানও কমবে।”

কৃষিমন্ত্রী বলেন, “চাষিদের ছেলে-মেয়েদের লেখাপড়ার ওপরেও প্রভাব পড়বে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনৈতিক যে অবস্থা তাতে দাম না বাড়িয়ে উপায় নেই।”

খালেদা জিয়ার রাজনীতির প্রসঙ্গে রাজ্জাক বলেন, “সারা পৃথিবীতে বিপ্লবীরা, বিদ্রোহীরা, রাজনীতিবিদরা জেলে থেকে রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুও জেলে বসে রাজনীতি করেছেন। ভারতে জয়ললিতা, লালু প্রসাদ যাদবও কারাদণ্ড মাথায় নিয়ে রাজনীতি করেছেন। সেই অর্থে কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াও রাজনীতি করতে পারবেন। আদর্শবাদী রাজনীতিবিদ হলে জেল হলেও কারও রাজনীতি বন্ধ করা যায় না। তবে সংবিধান অনুসারে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।”

এর আগে নেদারল্যান্ডসের পাঁচজন সংসদ সদস্য ও রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী।

About Author Information
আপডেট সময় : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
৮৮ Time View

বিদ্যুতের দাম বৃদ্ধিতে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন : কৃষিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষির উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং চাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, “বিদ্যুতের দাম বাড়ানোর ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, তাদের আয় কমবে, পণ্য উৎপাদন করে কৃষক লাভবান হবে না। তাদের  জীবনযাত্রার মানও কমবে।”

কৃষিমন্ত্রী বলেন, “চাষিদের ছেলে-মেয়েদের লেখাপড়ার ওপরেও প্রভাব পড়বে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনৈতিক যে অবস্থা তাতে দাম না বাড়িয়ে উপায় নেই।”

খালেদা জিয়ার রাজনীতির প্রসঙ্গে রাজ্জাক বলেন, “সারা পৃথিবীতে বিপ্লবীরা, বিদ্রোহীরা, রাজনীতিবিদরা জেলে থেকে রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুও জেলে বসে রাজনীতি করেছেন। ভারতে জয়ললিতা, লালু প্রসাদ যাদবও কারাদণ্ড মাথায় নিয়ে রাজনীতি করেছেন। সেই অর্থে কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াও রাজনীতি করতে পারবেন। আদর্শবাদী রাজনীতিবিদ হলে জেল হলেও কারও রাজনীতি বন্ধ করা যায় না। তবে সংবিধান অনুসারে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।”

এর আগে নেদারল্যান্ডসের পাঁচজন সংসদ সদস্য ও রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী।