বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু : সিরাজগঞ্জের
সিরাজগঞ্জ সদর উপজেলার কাজিয়া হরিপুর ইউনিয়নের কাদাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জন মারা গেছেন। আহত তিনজন। আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, একটি টিনের দোকানঘর স্থানান্তর করার সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তিরা হলেন আবদুল মোমিন (৩৫), রফিকুল ইসলাম (৩২), ছানোয়ার হোসেন (৩০), মো. সজীব (১৪), আবদুল্লাহ (১৬) ও রাজু মিয়া (১৬)। তাঁরা একই গ্রামের বাসিন্দা। তাঁদের লাশ সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি মো. দাউদ বলেন, জমে থাকা পানির মধ্য দিয়ে একটি টিনের দোকানঘর সরিয়ে নেওয়ার কাজ করছিলেন কয়েকজন। পিডিবির একটি তারের সঙ্গে টিন স্পর্শ করে। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত তিনজন। তাঁদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ছয়জনের মৃত্যু হয়েছে। আহত তিনজন চিকিৎসা নিয়েছেন। লাশের ময়নাতদন্ত চলছে।