খুলনা ব্যুরোঃ

দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী দাবি আদায়ের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে মিলিত হয়। এরপর তারা বিকাল ৪টার দিকে প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর (বুধবার) রাতে বিভিন্ন দাবি জানায় শিক্ষার্থীরা। রবিবারের মধ্যে কিছু দাবি পূরণের কথা থাকলে তা পূরণে ব্যর্থ হলে আজ আবার শিক্ষার্থীরা একত্রিত হয়। তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- সেমিস্টার ফাইনাল পরীক্ষার খাতা ওএমআর পদ্ধতিতে করা, কয়েকজন কুয়েট শিক্ষার্থী এবং শিক্ষক গুরুতর অসুস্থ রয়েছেন। তাদের এ জরুরি অবস্থায় কুয়েটে কোনো তহবিল না থাকায় সাহায্য করা কষ্টকর হচ্ছে। তাই জরুরি চিকিৎসা তহবিলের দাবি, দীর্ঘ দিন ধরে ফুলবাড়ি গেট ও কুয়েট সংলগ্ন তেলিগাতী সংযোগ রাস্তার বেহাল অবস্থা। এ রাস্তা সংস্করণ, সমগ্র ক্যাম্পাস ওয়াইফাই আওতাভুক্ত হলেও এর স্পিড খুবই কম। দ্রুত ওয়াইফাইয়ের স্পিড বাড়ানো।

উল্লেখ্য, আন্দোলনের কারণে ২য় শিফটের সকল অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here