ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

Reporter Name

যশোরঃ

আধুনিক প্রযুক্তির যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। দিনদিন এর ব্যবহারও কমে যাচ্ছে। বাঙ্গালীর হারানো ঐহিত্যকে ধরে রাখতে এবং বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করতে যশোরের খাজুরার মাঝিয়ালীতে (৮ জানুয়ারি) বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা।

স্থানীয় যুব সংঘের এমন আয়োজনে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট আটটি গাড়ি এ প্রতিযোগীতায় অংশ নেয়। ব্যতিক্রমী গরুর গাড়ির দৌড় দেখতে হাজার হাজার মানুষের ভীড় জমে। বসে গ্রামীণ মেলাও।

প্রতিযোগিতা শেষে ওসমান আলী বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দীলু পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান ও সহকারী ইনচার্জ এএসআই হযরত আলী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী যশোরের বাঘারপাড়ার কৃষ্ণনগের মফিজ মিয়া জানান, গরুর গাড়ি দৌড়ে অংশ নিতে তার দু’টি গরুকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন। দ্রুত গতির জন্য তার গরু দু’টির নাম দিয়েছেন রকেট।

আয়োজক কমিটির আহবায়ক জামাল হোসেন জানান, আধুনিকতার নামে আমরা আমদের প্রাচীণ ঐতিহ্যগুলোকে হারিয়ে ফেলতে বসেছি। গ্রামের মানুষের চিত্ত বিনোদনের এখন আর তেমন ব্যবস্থা নেই। এ কারণে নির্মল চিত্ত বিনোদনের এ ব্যবস্থায় সবাই বিমোহিত। এ অঞ্চলের মানষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।

Tag :

About Author Information
Update Time : ০৮:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
৯৮৯ Time View

বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

Update Time : ০৮:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০

যশোরঃ

আধুনিক প্রযুক্তির যুগে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। দিনদিন এর ব্যবহারও কমে যাচ্ছে। বাঙ্গালীর হারানো ঐহিত্যকে ধরে রাখতে এবং বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করতে যশোরের খাজুরার মাঝিয়ালীতে (৮ জানুয়ারি) বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা।

স্থানীয় যুব সংঘের এমন আয়োজনে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা মোট আটটি গাড়ি এ প্রতিযোগীতায় অংশ নেয়। ব্যতিক্রমী গরুর গাড়ির দৌড় দেখতে হাজার হাজার মানুষের ভীড় জমে। বসে গ্রামীণ মেলাও।

প্রতিযোগিতা শেষে ওসমান আলী বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দীলু পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান ও সহকারী ইনচার্জ এএসআই হযরত আলী।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী যশোরের বাঘারপাড়ার কৃষ্ণনগের মফিজ মিয়া জানান, গরুর গাড়ি দৌড়ে অংশ নিতে তার দু’টি গরুকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছেন। দ্রুত গতির জন্য তার গরু দু’টির নাম দিয়েছেন রকেট।

আয়োজক কমিটির আহবায়ক জামাল হোসেন জানান, আধুনিকতার নামে আমরা আমদের প্রাচীণ ঐতিহ্যগুলোকে হারিয়ে ফেলতে বসেছি। গ্রামের মানুষের চিত্ত বিনোদনের এখন আর তেমন ব্যবস্থা নেই। এ কারণে নির্মল চিত্ত বিনোদনের এ ব্যবস্থায় সবাই বিমোহিত। এ অঞ্চলের মানষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করেছে।