ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে জাতীয় পতাকা নিয়েই খেলবে আফগানিস্তান

  • Reporter Name
  • Update Time : ০৮:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
  • ১৬৬ Time View

জাতীয় পতাকা নিয়েই বিশ্বকাপে খেলবে আফগানিস্তান

সবুজদেশ ডেস্কঃ

জাতীয় পতাকা নিয়েই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে আফগানিস্তান ক্রিকেট দল।

স্পোর্টস টকের খবর অনুযায়ী, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় পতাকা নিয়েই খেলতে নামবে দেশটির ক্রিকেট দল।

তালেবানরা আফগানিস্তান দখলের পর থেকে সে দেশের ক্রিকেট শঙ্কার মুখে। ইতোমধ্যে নারীদের ক্রিকেট নিষিদ্ধ করা হয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের খেলা নিয়ে জটিলতা শুরু হয়েছে। বিশ্বকাপে আফগানিস্তানের পতাকা নিয়ে খেলতে দিবে না তালেবানরা, এমনও গুঞ্জন উঠে। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে বহিষ্কার হতে পারে আফগানরা।

ব্রিটেনের সংবাদপত্রের খবর, শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না দেয়াই নয়, আইসিসি হয়তো আফগানিস্তানের সদস্যপদ বাতিল করতে পারে। আইসিসির ১৭ জন বোর্ড সদস্যের মধ্যে ১২ জন যদি আফগানিস্তানের সদস্যপদ খারিজের পক্ষে ভোট দেন, তা হলে বাদ পড়তে পারে আফগানরা।

তবে রিপোর্টস বলছে, জাতীয় পতাকা নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান। এমনটাই জানান ফাজলি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে আফগানিস্তান। গ্রুপ-২এ আফগানদের প্রতিপক্ষ ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ড।
সূত্র : বাসস

Tag :