ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

`বিশ্বকাপে তামিমকে না পাওয়াটা দুর্ভাগ্য’

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৫৭ Time View

তামিম ইকবাল খান - ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

ইনজুরি আর দীর্ঘদিন টি টোয়েন্টি না খেলার কারণে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ার ঘোষণা তামিম দিয়েছেন বেশকদিন আগে। বৃহস্পতিবার হলো বিশ্বকাপের দল ঘোষণা। অনুমিতভাবে নেই তামিম। বাংলাদেশের হার্ড হিটার ওপেনার নেই বিশ্বকাপে, ভাবা যায়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তাই বললেন, তামিমকে বিশ্বকাপের দলে না পাওয়াটা দুর্ভাগ্যজনক।

গত বছরের মার্চ থেকে টি-টোয়েন্টি খেলেননি তামিম ইকবাল। জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে খেলে দেশে ফেরা বাঁহাতি এই ওপেনার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি। একই কারণে নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন না। এরপরও তামিমকে রেখে বিশ্বকাপ দল সাজিয়েছিল বিসিবির নির্বাচকরা। কিন্তু বাংলাদেশ ওপেনার নিজে থেকেই সরে দাঁড়ান। দীর্ঘদিন সংক্ষিপ্ততম এই ফরম্যাটে না খেলা এবং প্রস্তুতির ঘাটতির কারণে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেন তামিম।

তামিমকে দল মিস করবে জানিয়ে প্রধান নির্বাচক বলেন, `অবশ্যই তামিম আমাদের তিন ফরম্যাটে অন্যতম সেরা ক্রিকেটার। ও নিজে থেকেই সরে দাঁড়িয়েছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা ওকে পাব, এটা সত্যি দুর্ভাগ্য। তামিমকে দল ও আমরা মিস করব। আমরা আত্মবিশ্বাসী ও (তামিম) ভালোভাবে ফিরে আসবে।’

তামিম দলে না থাকায় উদ্বোধনী জুটিতে আছেন তিনজন। তারা হলেন লিটন কুমার দাস, নাঈম শেখ ও সৌম্য সরকার। ওপেনার হিসেবে তামিমের বদলে কাকে চিন্তা করা হয়েছে, সেটা পরিষ্কার করেননি প্রধান নির্বাচক। তিনি বলেন, `না তেমন নয়, এখন যারা আছে লিটন, সৌম্য ও নাঈম; এ তিনজনকেই আমরা বিবেচনায় রেখেছি।’

Tag :