সবুজদেশ ডেস্কঃ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কখনো বৃদ্ধি পাচ্ছে আবার কখনো কমছে। বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে ২৫ লাখে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৬ লাখের বেশি মানুষ।

বিশ্বজুড়ে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩৯৬ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৪৬ জনের।

করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৭২ হাজার ২৯৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৬৮ লাখ ‌৭১ হাজার ৬২৮ জন।

করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৪৭৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৯ হাজার ৮৭৫ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৩৩৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ১৪৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ।পঞ্চম স্থানে ব্রিটেন। তালিকায় ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here