বিষ খাইয়ে স্বামীকে হত্যা চেষ্টা, স্ত্রী কারাগারে
চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার দামুডহুদায় স্বামীকে স্যালাইনের সাথে বিষ খাইয়ে হত্যা চেষ্টায় আটক স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দামুডহুদার সাড়া বাড়িয়া গ্রামের কাদির মিয়ার ছেলে মাসুদ আলির (২৪) সাথে জীবননগর হরিহর নগর গ্রামের কুদ্দুস আলীর মেয়ে কাকলি খাতুনের (২০) ৯ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সাংসারে ঝগড় লেগেই থাকতো। শুক্রবার দুপুরে মাসুদ বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রী কাকলি খাতুনের কাছে পানি খেতে চায়। এ সময় পানিতে ঘুমের ট্যাবলেট ও বিষ মিশিয়ে খেতে দেয়। পরে মাসুদ অসুস্থ হলে সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মাসুদ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি প্রকাশ হওয়ার পর শুক্রবার রাত ৯টার দিকে দর্শনা পুলিশ অভিযুক্ত স্ত্রী কাকলি খাতুনকে আটক করে থানায় নিয়ে যান। পরে শনিবার মাসুদ আলির মা মমতাজ বেগম কাকলি খাতুনের কথিত প্রেমিক একই গ্রামের মংলা মিয়ার ছেলে মুকুল হাসান (২১) ও কাকলি খাতুনকে অভিযুক্ত করে মাসুদকে হত্যা প্রচেষ্টা মামলা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাকলি খাতুন সব ঘটনা স্বীকার করেছেন। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি মুকুল পলাতক আছেন। স্বামী মাসুদ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সবুজদেশ/এস ইউ