বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ
মিয়ানমারের রাখাইনে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ। এতে টেকনাফ পৌর, সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা ঘুমহীন রাত কাটাচ্ছেন।
শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দ আসতে থাকে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত টানা বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় মিয়ানমারের আকাশে বিমানের চক্করও দেখা গেছে।
সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা মো. ইসলাম বলেন, মিয়ানমারের গোলার শব্দে অনেককেই এই শীতে বাইরে থাকতে হচ্ছে। একটু পরপরই বিকট শব্দে কেঁপে ওঠছে বাড়িঘর।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, প্রথমে বিকট শব্দের পাশাপাশি ঘরবাড়ি কেঁপে ওঠায় ভয় পেয়ে গিয়েছিলাম। পরে জানতে পারলাম, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে বোমা নিক্ষেপের ঘটনায় টেকনাফের মাটি কেঁপে উঠছে।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের সঙ্গে কথা হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য টহল জোরদার রাখা হয়েছে।
সবুজদেশ/এসইউ