ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে মনোমালিন্য, যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দর্শনার মদনায় সানোয়ার ওরফে কালু (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানোয়ার ওরফে কালু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের উত্তরপাড়ার তহিরুল ইসলামের ছেলে।

জানা যায়, মদনার গ্রামের একটি মাঠে গিয়ে বিষপান করে সানোয়ার। অসুস্থ হয়ে পড়লে বিষপানের বিষয়টি মোবাইলে পরিবারকে জানালে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে রাতে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে পরিবারের একজন বলেন, প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ের জন্য বাড়িতে জানায় সানোয়ার। এতে তার স্ত্রীসহ পরিবার আপত্তি জানায় ও মনোমালিন্য হয়। এরপর রাতেই সে বিষপান করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, সানোয়ারের পাকস্থলী ওয়াশ করে ভর্তি করা হয়েছিল। পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। পরবর্তী আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয়

বিয়ে নিয়ে মনোমালিন্য, যুবকের আত্মহত্যা

Update Time : ০৭:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩

চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার দর্শনার মদনায় সানোয়ার ওরফে কালু (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানোয়ার ওরফে কালু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের উত্তরপাড়ার তহিরুল ইসলামের ছেলে।

জানা যায়, মদনার গ্রামের একটি মাঠে গিয়ে বিষপান করে সানোয়ার। অসুস্থ হয়ে পড়লে বিষপানের বিষয়টি মোবাইলে পরিবারকে জানালে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে রাতে তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করার শর্তে পরিবারের একজন বলেন, প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ের জন্য বাড়িতে জানায় সানোয়ার। এতে তার স্ত্রীসহ পরিবার আপত্তি জানায় ও মনোমালিন্য হয়। এরপর রাতেই সে বিষপান করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, সানোয়ারের পাকস্থলী ওয়াশ করে ভর্তি করা হয়েছিল। পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। পরবর্তী আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।