যশোরঃ

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দাবি জানিয়ে যশোরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন স্পটে মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে যশোর শহরের দড়াটানা মোড়, গাড়িখানা, চৌরাস্তা, মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে বিক্ষিপ্তভাবে মানববন্ধন করেছে।

মানববন্ধনে অংশ নেওয়া সৈয়দ আব্দুস ওয়ারেশ নামে একজন অভিভাবক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানের নিরাপত্তা নেই। আজ আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্রকে নির্মমতার বলি হতে হয়েছে। আগামী দিন আমার আপনার সন্তান যে এমন নৃশংসতার শিকার হবে না- তার গ্যারান্টি কই। প্রত্যেক সন্তানের নিরাপত্তা আজ সময়ের দাবি। সেকারণে সন্তানকে সাথে নিয়েই এখানে এসেছি।

মানববন্ধনে উপস্থিত গৃহবধূ ওয়াহিদা রহমান ও রাবেয়া সুলতানা বলেন, আমাদের কেউ আসতে বলেনি। নিজ তাগিদেই এসেছি। আবরার তো আমাদেরই সন্তান। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া শিখতে পাঠানো হয় বাচ্চাদের। কিন্তু তাদের জীবনের কোনও নিরাপত্তা নেই। সন্তানদের নিরাপত্তার দাবি নিয়ে তাই অন্যান্য অভিভাবকদের মতো আমরাও পথে নেমেছি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here