ঝিনাইদহঃ

ঝিনাইদহে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ঝিনাইদহ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শারমিন জোয়ার্দ্দার ম্যাডোনা, রুবেল পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক তারেক হোসেন পল্লব, প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ আলী পিকু, সদস্য আব্দুস সালাম, শাহীনুর আলম লিটন, খান জাহান আলী, নিধির বিশ্বাস নিপু, হুমায়ন কবিরী টুকুসহ বিভিন্ন সাংস্কৃতিক নেত্রীবৃন্দ।

বক্তারা বলেন, যারা বুয়েট ছাত্র আবরারকে পিটিয়ে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে প্রকাশ্যে বিচারের দাবি করেন। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক প্রভাষক বাবুল আক্তার লাল্টু।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here