ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বৃদ্ধ ইমামকে আটক করল ইসরাইলী সেনা

  • Reporter Name
  • Update Time : ০৮:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ১৭৩ বার পড়া হয়েছে।

হামাসের রকেট হামলা থেকে বাঁচার চেষ্টা করছে কট্টরপন্থি ইসরাইলিরা। ছবি:এপি

সবুজদেশ ডেস্কঃ

ফিলিস্তিনি এক বৃদ্ধ ইমামকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। ইসরাইল পুলিশের বিশেষ শাখা লেহাব ৪৩৩ ইউনিট লড শহর থেকে তাকে গ্রেফতার করে। ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম  লড শহর তেল আবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত।

ইসরাইলভিত্তিক জেরুজালেম পোস্টের খবরে গ্রেফতার ইমামের নাম ‘ইউসেফ মোহাম্মাদ এলবাজ’ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইসরাইলের নিরাপত্তা বাহিনী ৬৩ বছর বয়স্ক ওই ইমামের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়াপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ এনেছে।

খবরে ইমাম মোহাম্মদ ইউসেফ ঠিক সহিংসতাপূর্ণ কী বক্তব্য দিয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, ফেসবুক-মেসেঞ্জারে নিয়ে ইসরাইলের আরব কমিউনিটির লোকজনদেরকে পুলিশদের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরাইলের পুলিশের বিশেষ শাখা লেহাব ৪৩৩ ইউনিট জানিয়েছে, গ্রেফতার ইমামের বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাস এবং হুমকি তৈরির অভিযোগ আনা হবে। বৃহস্পতিবার তাকে বিচারকের কাছে হাজির করার কথা ছিল।

গত মাসে ফিলিস্তিনি প্রতিরোধ হামাসের সঙ্গে টানা ১১ দিন যুদ্ধের পর ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ,  ইহুদি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ মানুষকে তুচ্ছ কারণে কখনও বা বিনা কারণে গ্রেফতার করেছে। এছাড়া ভয় সৃষ্টি করতে সাম্প্রতিক সময়ে নারীসহ ১২ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

সবুজদেশ/এসইউ

Tag :

বৃদ্ধ ইমামকে আটক করল ইসরাইলী সেনা

Update Time : ০৮:১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

সবুজদেশ ডেস্কঃ

ফিলিস্তিনি এক বৃদ্ধ ইমামকে গ্রেফতার করেছে ইসরাইলি পুলিশ। ইসরাইল পুলিশের বিশেষ শাখা লেহাব ৪৩৩ ইউনিট লড শহর থেকে তাকে গ্রেফতার করে। ইসরাইলের দ্বিতীয় বৃহত্তম  লড শহর তেল আবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত।

ইসরাইলভিত্তিক জেরুজালেম পোস্টের খবরে গ্রেফতার ইমামের নাম ‘ইউসেফ মোহাম্মাদ এলবাজ’ বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইসরাইলের নিরাপত্তা বাহিনী ৬৩ বছর বয়স্ক ওই ইমামের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়াপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ এনেছে।

খবরে ইমাম মোহাম্মদ ইউসেফ ঠিক সহিংসতাপূর্ণ কী বক্তব্য দিয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, ফেসবুক-মেসেঞ্জারে নিয়ে ইসরাইলের আরব কমিউনিটির লোকজনদেরকে পুলিশদের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরাইলের পুলিশের বিশেষ শাখা লেহাব ৪৩৩ ইউনিট জানিয়েছে, গ্রেফতার ইমামের বিরুদ্ধে সহিংসতা, সন্ত্রাস এবং হুমকি তৈরির অভিযোগ আনা হবে। বৃহস্পতিবার তাকে বিচারকের কাছে হাজির করার কথা ছিল।

গত মাসে ফিলিস্তিনি প্রতিরোধ হামাসের সঙ্গে টানা ১১ দিন যুদ্ধের পর ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বাড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ,  ইহুদি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ মানুষকে তুচ্ছ কারণে কখনও বা বিনা কারণে গ্রেফতার করেছে। এছাড়া ভয় সৃষ্টি করতে সাম্প্রতিক সময়ে নারীসহ ১২ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

সবুজদেশ/এসইউ