ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বেতার শিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে।

বাগেরহাটঃ

বাগেরহাটের চিতলমারীতে মনোরঞ্জন মন্ডল (৬৫) নামের এক সংগীত শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মনোরঞ্জন মন্ডল উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের মহানন্দ মন্ডলের ছেলে ও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন প্রবীণ প্রতিবেশী বলেন, ‘বেশ কিছুদিন ধরে মনোরঞ্জন মন্ডলকে স্থানীয় সুদে কারবারিরা টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এ নিয়ে তিনি খুব বিব্রতকর অবস্থায় ছিলেন। গত বুধবার রাতে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে শেখর নামের এক ব্যাক্তি আমাদের খবর দেন। পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।’

সুদ করবারিদের চাপের বিষয়টি স্বীকার করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান সাংবাদিকদের বলেন, মনোরঞ্জন মন্ডলের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কিন্তু এ এলাকার মানুষ সুদ কারবারিদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

বেতার শিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১

বাগেরহাটঃ

বাগেরহাটের চিতলমারীতে মনোরঞ্জন মন্ডল (৬৫) নামের এক সংগীত শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মনোরঞ্জন মন্ডল উপজেলার চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের মহানন্দ মন্ডলের ছেলে ও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন প্রবীণ প্রতিবেশী বলেন, ‘বেশ কিছুদিন ধরে মনোরঞ্জন মন্ডলকে স্থানীয় সুদে কারবারিরা টাকার জন্য চাপ প্রয়োগ করে আসছিল। এ নিয়ে তিনি খুব বিব্রতকর অবস্থায় ছিলেন। গত বুধবার রাতে বাড়ির পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখে শেখর নামের এক ব্যাক্তি আমাদের খবর দেন। পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।’

সুদ করবারিদের চাপের বিষয়টি স্বীকার করে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান সাংবাদিকদের বলেন, মনোরঞ্জন মন্ডলের আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কিন্তু এ এলাকার মানুষ সুদ কারবারিদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না।

সবুজদেশ/এসইউ