বেনাপোলে অবৈধ ভারতীয় পণ্য আটক
যশোরের বেনাপোলে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ, শাড়ী, চাদর, তৈরী পোশাক, বিটেক্স মলম, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ১৯ লাখ ৭৭ হাজার ৮৪০ টাকা মূল্যের ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, চাদর, তৈরী পোশাক, বিটেক্স মলম, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন ও যুব সমাজকে মাদকের ছোবল হতে রক্ষা করায় বিজিবির এই মহতী উদ্যোগ।
সবুজদেশ/এসইউ