বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

বেনাপোল বন্দরের ২৩ নম্বার শেডের মধ্যে একটি শক্তিশালী হাত বোমার বিস্ফোরণ হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বন্দরে কর্মরত কাস্টমস, বন্দর, সিএন্ডএফ ও লেবাররা আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দরের ২৩ নং শেডের মধ্যে রাখা মোটর পার্টসের কাঠের কার্টনের ফাঁকে হঠাৎ করে সুতলি দিয়ে মোড়ানো একটি হাত বোমার বিস্ফোরণ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আলামত সংগ্রহ করে।

বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here