বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকাঃ
পর্যায়ক্রমে দেশের সব বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ‘আমরা পর্যায়ক্রমে সব বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নিব। এর কাজ চলছে। এটা আজকের সভায় প্রধানমন্ত্রী আবার বলেছেন। মানে সিরিয়াস।’
একনেক সভা শেষে জানানো হয়, ২০১৯-২০ অর্থবছরে ১ম মাসে এডিপি বাস্তবায়নের হার ১ দশমিক ৮৪ শতাংশ যা গত বছরের (২০১৮-২০১৯) একই সময়ের তুলনায় শুন্য দশমিক ৫৭ শতাংশ।
সভায় ৩ হাজার ৪শ ৭০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১২ টি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ১শ ৬৩ কোটি ৫০ লাখ এবং বৈদেশিক সহায়তা থেকে ৩শ ৬ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হবে।
১২ টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রলালয়ের ৩টি প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩ টি প্রকল্প রয়েছে।