যশোরের পথসভায়
বৈষম্য চাই না, আমরা সুবিচার চাই: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা এখানে এসেছেন আমাদের ভালোবেসে, আমরা এমন একটা বাংলাদেশ চাচ্ছি, এবার আমার সন্তানরা রাস্তায় নেমে বলেছিল উই ওয়ান্ট জাস্টিজ। আমরা বৈষম্য চাই না, আমরা সুবিচার চাই। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা একটি মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
তিনি বলেন, আমরা সম্মানের বাংলাদেশ গড়তে চাই। আমরা সামাজিক নিরাপত্তা গড়তে চাই। আমরা সবাই মিলে প্রিয় বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে নিতে চাই।
রোববার সকালে উপজেলার শুভরাড়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় শুভরাড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সরদার শরিফ হোসেনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভরাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আলমগীর হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন- যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান ও শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. জহুরুল হক।
এ সময় বক্তব্য রাখেন- অভয়নগর যুব বিভাগের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি মো. গোলাম মোস্তফা, আশিকুর রহমান, মাওলানা মো. আলমগীর হোসাইন, যুব বিভাগের সভাপতি শেখ আফজাল হোসেন, নওয়াপাড়া পৌরসভা ছাত্র শিবিরের সভাপতি ফয়সাল মাহামুদ প্রমুখ।
সবুজদেশ/এসইউ