ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকের সাড়ে ৩ কোটি টাকা জুয়া খেলে হেরেছেন কর্মকর্তা

Reporter Name

রাজশাহীঃ

রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৩ কোটি টাকা সরিয়ে জুয়া খেলেছেন ক্যাশ ইনচার্জ শামসুল ইসলাম ওরফে ফায়সাল। ওইসব টাকা আইপিএল, বিপিএলসহ বিভিন্ন খেলায় অনলাইনে বাজি ধরে হেরেছেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

গত ২৪শে জানুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে শামসুলকে আটক করে পুলিশ। শামসুল মহানগরীর সাগরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। বুধবার  দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যাংক কর্মকর্তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি ব্যাংকের ভল্ট থেকে টাকা সরানোর কথা স্বীকার করেছেন। ফায়সাল জানান, ব্যাংকের ভল্টে সবসময়ই প্রায় ১৫ কোটির মতো টাকা থাকতো। ভল্টের সামনের সারির টাকা ঠিক রেখে পেছনের সারি থেকে তিনি টাকা সরাতেন।ফলে দীর্ঘদিন কারো নজরেই টাকা সরানোর বিষয়টি আসেনি বা কেউ সন্দেহ করেনি।

গত দুই বছর ধরে নানা সময়ে ব্যাংকের ভল্ট থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়েছেন। তবে ওইসব টাকা দিয়ে বিভিন্ন খেলায় অনলাইনে বাজি ধরতেন। কিন্তু মাঝে মাঝে জিতলেও বেশিরভাগ সময়ই হারতেন তিনি। প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার জোনাল ম্যানেজার সেলিম রেজা খান বাদী হয়ে শামসুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন।

পরদিন সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত শামসুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে অর্থ আত্মসাতের ব্যাপারে বিস্তারিত জানান ওই ব্যাংক কর্মকর্তা।

About Author Information
আপডেট সময় : ০৭:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
৬৩৮ Time View

ব্যাংকের সাড়ে ৩ কোটি টাকা জুয়া খেলে হেরেছেন কর্মকর্তা

আপডেট সময় : ০৭:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

রাজশাহীঃ

রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৩ কোটি টাকা সরিয়ে জুয়া খেলেছেন ক্যাশ ইনচার্জ শামসুল ইসলাম ওরফে ফায়সাল। ওইসব টাকা আইপিএল, বিপিএলসহ বিভিন্ন খেলায় অনলাইনে বাজি ধরে হেরেছেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

গত ২৪শে জানুয়ারি অর্থ আত্মসাতের অভিযোগে শামসুলকে আটক করে পুলিশ। শামসুল মহানগরীর সাগরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। বুধবার  দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যাংক কর্মকর্তাকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি ব্যাংকের ভল্ট থেকে টাকা সরানোর কথা স্বীকার করেছেন। ফায়সাল জানান, ব্যাংকের ভল্টে সবসময়ই প্রায় ১৫ কোটির মতো টাকা থাকতো। ভল্টের সামনের সারির টাকা ঠিক রেখে পেছনের সারি থেকে তিনি টাকা সরাতেন।ফলে দীর্ঘদিন কারো নজরেই টাকা সরানোর বিষয়টি আসেনি বা কেউ সন্দেহ করেনি।

গত দুই বছর ধরে নানা সময়ে ব্যাংকের ভল্ট থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়েছেন। তবে ওইসব টাকা দিয়ে বিভিন্ন খেলায় অনলাইনে বাজি ধরতেন। কিন্তু মাঝে মাঝে জিতলেও বেশিরভাগ সময়ই হারতেন তিনি। প্রিমিয়ার ব্যাংকের রাজশাহী শাখার জোনাল ম্যানেজার সেলিম রেজা খান বাদী হয়ে শামসুলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন।

পরদিন সকালে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত শামসুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে অর্থ আত্মসাতের ব্যাপারে বিস্তারিত জানান ওই ব্যাংক কর্মকর্তা।