ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

  • সবুজদেশ ডেস্ক
  • Update Time : ১০:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে।

 

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগসহ একাধিক আর্থিক অসঙ্গতি নিয়ে চাপের মুখে পড়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

টিউলিপ সিদ্দিক নিজেই ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগের কাছে তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। পরে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস এই তদন্ত শুরু করেন।

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার গ্রহণ ছাড়াও, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় সাবেক এক বাংলাদেশি সংসদ সদস্যের কাছ থেকে দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এসব ঘটনা তাকে নিয়ে বিতর্ক বাড়ায়।

এছাড়া তার বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে আরও কিছু অসঙ্গতির অভিযোগ উঠেছে। এর মধ্যে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাকে বরখাস্তের দাবি জানায়। দলটির দাবি ছিল, দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা একজন মন্ত্রীর নিজেই দুর্নীতির সঙ্গে নাম জড়ানো তার মন্ত্রিত্বের নৈতিকতা প্রশ্নবিদ্ধ করেছে।

তীব্র সমালোচনা ও তদন্তের মুখে অবশেষে টিউলিপ সিদ্দিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার এই পদত্যাগ যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সবুজদেশ/এসএএস

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

Update Time : ১০:৫০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

 

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগসহ একাধিক আর্থিক অসঙ্গতি নিয়ে চাপের মুখে পড়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

টিউলিপ সিদ্দিক নিজেই ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগের কাছে তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। পরে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস এই তদন্ত শুরু করেন।

লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার গ্রহণ ছাড়াও, ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় সাবেক এক বাংলাদেশি সংসদ সদস্যের কাছ থেকে দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এসব ঘটনা তাকে নিয়ে বিতর্ক বাড়ায়।

এছাড়া তার বিরুদ্ধে অর্থনৈতিক বিষয়ে আরও কিছু অসঙ্গতির অভিযোগ উঠেছে। এর মধ্যে যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টি তাকে বরখাস্তের দাবি জানায়। দলটির দাবি ছিল, দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে থাকা একজন মন্ত্রীর নিজেই দুর্নীতির সঙ্গে নাম জড়ানো তার মন্ত্রিত্বের নৈতিকতা প্রশ্নবিদ্ধ করেছে।

তীব্র সমালোচনা ও তদন্তের মুখে অবশেষে টিউলিপ সিদ্দিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার এই পদত্যাগ যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সবুজদেশ/এসএএস