রাজশাহীর বড়াল নদীতে ভাসছে ৪ লাশ
রাজশাহীঃ
রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মার শাখা বড়াল নদীতে চারজনের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে একটি লাশ নারীর, অন্য তিনটি পুরুষের।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার ভোরে চারঘাট স্লুইসগেটে লাশগুলো দেখতে পান স্থানীয়রা।
স্রোতের কারণে একটি লাশ স্লুইসগেটের ভেতরে ঢুকে গেছে। বাকি তিনটি লাশ কচুরিপানার সঙ্গে আটকে আছে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে ফায়ার সার্ভিসের একটি দল।
চারঘাট থানার ওসি সুমিত কুমার কুণ্ডু বলেন, লোকমুখে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।