ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভক্তদের জন্য কাজে ফিরে এলাম: মৌসুমী

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

‘দেখতে দেখতে সাত মাস কেটে গেলো। কাজের প্রস্তাব তো সব সময়ই থাকে। দেশে করোনার প্রকোপ শুরু হবার কিছুদিন পর নতুন কাজ অনেকেই শুরু করেছেন।  কারণ আর কতদিন ঘরবন্দী থাকবেন তাঁরা। এর মধ্যে অনেকেই নতুন কাজের প্রস্তাব আমাকে দিলেও আমি ফিরিয়ে দিয়েছিলাম। কারণ করোনাকালীন এই সময়ে মনের মধ্যে সব সময়ই একটা আতঙ্ক কাজ করছিল। এখনও ভয় কমেনি। আর ভালো গল্প ছাড়া কাজ করতেও ইচ্ছে করছিল না। তাই অনেকদিন কাজ থেকে দূরে ছিলাম। বলতে গেলে অনেকদিন পর পছন্দের মত একটি গল্প সম্প্রতি হাতে পেলাম। বিশেষ একটি নাটকের কাজ এটি। আর নাটকে এমনিতেই অনেকদিন কাজ করিনি। এবারের গল্পটি পছন্দ হলো। এরইমধ্যে অনেক অভিনয়শিল্পী, নির্মাতারা কাজ শুরু করেছেন তাই আমিও সাহস করে কাজটি শুরু করলাম। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ বর্তমানে চলছে। আর সত্যি বলতে আমার ভক্তদের জন্যই কাজে ফেরা। আশা করি, নতুন কাজটি সকলের পছন্দ হবে।’-কথাগুলো বলছিলেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত জনপ্রিয় তারকা মৌসুমী।

তিনি নতুন এ কাজের জন্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। দীর্ঘ সাত মাস পর টিভি নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে আবার দাঁড়ালেন তিনি। নাটকের নাম ‘ভক্ত’। মির্জা রাকিব রচিত এ নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার।

মৌসুমী নতুন এ কাজটি নিয়ে আরও বলেন, শনিবার থেকে কক্সবাজারে এ নাটকের শুটিং শুরু হয়েছে। বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে। তারকাদের জন্য ভক্তরা নানা ধরনের উদ্ভট কান্ড ঘটিয়ে ফেলেন। এমন একজন ভক্ত ও তারকাকে নিয়েই এ নাটকের গল্প। ক্যামেরা থেকে অনেকদিন দূরে ছিলাম। তাই ক্যামেরাকে খুব মিস করছিলাম। শুটিংয়ে সতর্কতা অবলম্বন করে এবং স্বাস্থ্যবিধি মেনে কাজটি করা হচ্ছে বলে জানান মৌসুমী।

নাটকটির পরিচালক তারেক শিকদার বলেন, মৌসুমী একজন তারকার চরিত্রে এবং তাঁর ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান। পর্দার নায়িকা হিসেবেই দর্শকরা নাটকটিতে  মৌসুমীকে দেখতে পাবেন। যে কোনো বেসরকারী একটি টিভি চ্যানেলে এ নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।

এদিকে, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অর্জন ৭১’ ছবির জন্য সবশেষ ক্যামেরার সামনে দাঁড়ান মৌসুমী। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের কাহিনীতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হচ্ছে। পুরো চলচ্চিত্রের গল্প একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। আর এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করছেন মৌসুমী। এ সিনেমার কিছু অংশের কাজ হয়েছে। শিগগিরই এ ছবির বাকি কাজ শুরু হবে বলে জানা যায়।

এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া আরও বেশকিছু নতুন চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে মৌসুমীর। সব মিলে গেলে নতুন চলচ্চিত্রে আবারও দেখা যাবে চলচ্চিত্রের এই তারকা অভিনেত্রীকে।

About Author Information
আপডেট সময় : ০৩:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
৩২১ Time View

ভক্তদের জন্য কাজে ফিরে এলাম: মৌসুমী

আপডেট সময় : ০৩:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০

সবুজদেশ ডেস্কঃ

‘দেখতে দেখতে সাত মাস কেটে গেলো। কাজের প্রস্তাব তো সব সময়ই থাকে। দেশে করোনার প্রকোপ শুরু হবার কিছুদিন পর নতুন কাজ অনেকেই শুরু করেছেন।  কারণ আর কতদিন ঘরবন্দী থাকবেন তাঁরা। এর মধ্যে অনেকেই নতুন কাজের প্রস্তাব আমাকে দিলেও আমি ফিরিয়ে দিয়েছিলাম। কারণ করোনাকালীন এই সময়ে মনের মধ্যে সব সময়ই একটা আতঙ্ক কাজ করছিল। এখনও ভয় কমেনি। আর ভালো গল্প ছাড়া কাজ করতেও ইচ্ছে করছিল না। তাই অনেকদিন কাজ থেকে দূরে ছিলাম। বলতে গেলে অনেকদিন পর পছন্দের মত একটি গল্প সম্প্রতি হাতে পেলাম। বিশেষ একটি নাটকের কাজ এটি। আর নাটকে এমনিতেই অনেকদিন কাজ করিনি। এবারের গল্পটি পছন্দ হলো। এরইমধ্যে অনেক অভিনয়শিল্পী, নির্মাতারা কাজ শুরু করেছেন তাই আমিও সাহস করে কাজটি শুরু করলাম। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ বর্তমানে চলছে। আর সত্যি বলতে আমার ভক্তদের জন্যই কাজে ফেরা। আশা করি, নতুন কাজটি সকলের পছন্দ হবে।’-কথাগুলো বলছিলেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত জনপ্রিয় তারকা মৌসুমী।

তিনি নতুন এ কাজের জন্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। দীর্ঘ সাত মাস পর টিভি নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে আবার দাঁড়ালেন তিনি। নাটকের নাম ‘ভক্ত’। মির্জা রাকিব রচিত এ নাটকটি পরিচালনা করছেন তারেক শিকদার।

মৌসুমী নতুন এ কাজটি নিয়ে আরও বলেন, শনিবার থেকে কক্সবাজারে এ নাটকের শুটিং শুরু হয়েছে। বেশিরভাগ কাজ হয়েছে কক্সবাজারের একটি পাঁচতারকা হোটেলে। তারকাদের জন্য ভক্তরা নানা ধরনের উদ্ভট কান্ড ঘটিয়ে ফেলেন। এমন একজন ভক্ত ও তারকাকে নিয়েই এ নাটকের গল্প। ক্যামেরা থেকে অনেকদিন দূরে ছিলাম। তাই ক্যামেরাকে খুব মিস করছিলাম। শুটিংয়ে সতর্কতা অবলম্বন করে এবং স্বাস্থ্যবিধি মেনে কাজটি করা হচ্ছে বলে জানান মৌসুমী।

নাটকটির পরিচালক তারেক শিকদার বলেন, মৌসুমী একজন তারকার চরিত্রে এবং তাঁর ভক্তের চরিত্রে অভিনয় করছেন কামাল খান। আরও অভিনয় করছেন শাহেদ শরীফ খান। পর্দার নায়িকা হিসেবেই দর্শকরা নাটকটিতে  মৌসুমীকে দেখতে পাবেন। যে কোনো বেসরকারী একটি টিভি চ্যানেলে এ নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।

এদিকে, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অর্জন ৭১’ ছবির জন্য সবশেষ ক্যামেরার সামনে দাঁড়ান মৌসুমী। মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের কাহিনীতে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হচ্ছে। পুরো চলচ্চিত্রের গল্প একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। আর এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করছেন মৌসুমী। এ সিনেমার কিছু অংশের কাজ হয়েছে। শিগগিরই এ ছবির বাকি কাজ শুরু হবে বলে জানা যায়।

এ ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া আরও বেশকিছু নতুন চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছে মৌসুমীর। সব মিলে গেলে নতুন চলচ্চিত্রে আবারও দেখা যাবে চলচ্চিত্রের এই তারকা অভিনেত্রীকে।