ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শিক্ষার্থীর কারাদণ্ড

Reporter Name

সবুজদেশ ডেক্সঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ¯স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে মো. মুনসুর রহমান নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক মুনসুরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন এই আদেশ দেন।

মুনসুরের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান জানান, আজ সকাল আটটা থেকে ‘বি’ (বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটের ‘বি-২’ গ্রুপের পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে ভর্তি-ইচ্ছুক আল-আমিনের পরিবর্তে (প্রক্সি) মুনসুর পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওই হল পরিদর্শন করেন। তখন মুনসুরের কাগজপত্রে করা সই দেখে তাঁর সন্দেহ হয়। তিনি ওই কক্ষের দায়িত্বরত শিক্ষকদের মুনসুরের কাগজপত্রগুলো ভালোভাবে দেখতে বলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রনী খাতুন তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

রনী খাতুন প্রথম আলোকে বলেন, ‘মুনসুরের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তাঁকে পাবলিক পরীক্ষা অপরাধসমূহ-১৯৮০ আইনের ৩-এর ‘খ’ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

About Author Information
আপডেট সময় : ০৬:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
৮১৪ Time View

ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শিক্ষার্থীর কারাদণ্ড

আপডেট সময় : ০৬:২০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮

সবুজদেশ ডেক্সঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ¯স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে মো. মুনসুর রহমান নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক মুনসুরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন এই আদেশ দেন।

মুনসুরের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান জানান, আজ সকাল আটটা থেকে ‘বি’ (বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটের ‘বি-২’ গ্রুপের পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে ভর্তি-ইচ্ছুক আল-আমিনের পরিবর্তে (প্রক্সি) মুনসুর পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওই হল পরিদর্শন করেন। তখন মুনসুরের কাগজপত্রে করা সই দেখে তাঁর সন্দেহ হয়। তিনি ওই কক্ষের দায়িত্বরত শিক্ষকদের মুনসুরের কাগজপত্রগুলো ভালোভাবে দেখতে বলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট রনী খাতুন তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

রনী খাতুন প্রথম আলোকে বলেন, ‘মুনসুরের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তাঁকে পাবলিক পরীক্ষা অপরাধসমূহ-১৯৮০ আইনের ৩-এর ‘খ’ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’