সৌরভ শাহীঃ
ও মিয়া ভাই বলুন দেখি
কথন কোথায় থাকছো,
রাস্তার যে হাল হকিকত
খবর টবর রাখছো?
সরকারী সব পয়সা কড়ি
ক’জন মিলে বাটছো,
পাকা রাস্তার দফা সেরে
ফন্দি ফিকির আটছো?
এক সপ্তাই কাম সারা
খাবল মেরে খায়,
কোন সেয়ানা এসব করে
কান কী ধরা য়ায়?